সব
এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রোকনুজ্জামান রোকন।
শনিবার (২২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
রোকনুজ্জামান বলেন, ‘আমার শারীরিক অবস্থা বর্তমানে মোটামুটি ভালো। তবে বুকে কিছুটা ব্যাথা ও সর্দি রয়েছে।’ করোনা থেকে যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারেন এজন্য সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি