সব
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জাতীয় নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড সরকার। নির্ধারিত সময় থেকে এক মাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
সোমবার নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।
আগামী ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের সংসদীয় নির্বাচনের ভোট অনুষ্ঠানের কথা ছিল। নতুন তারিখ অনুযায়ী ভোট হবে ১৭ অক্টোবর।
জেসিন্ডা আরডার্ন বলেন, নির্বাচন পেছানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। তবে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন যে তারিখ নির্ধারণ করা হয়েছে, এরপর আর নির্বাচন পেছানোর ইচ্ছা নেই আমাদের।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডে নতুন করে ৯ জনের করোনা ধরা পড়েছে। এ পর্যন্ত এক হাজার ৬৩১ জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন ২২ জন। সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫৩১ জন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি