করোনাযোদ্ধা অ্যাম্বুলেন্স চালক আব্দুল হালিমকে সম্মাননা প্রদান

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৩২ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে করোনাযোদ্ধা অ্যাম্বুলেন্স চালক মো. আব্দুল হালিমকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুর ১টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল প্রাঙ্গণে এ সম্মাননা প্রদান করা হয়।

অসাধারণ সাহসীকতা ও মানবতার সেবায় সম্মুখযোদ্ধা হয়ে কোভিড-১৯ সময়ের শুরুর দিক থেকে অদ্যাবধি শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং করোনা আইসোলেশন সেন্টার-এ করোনা আক্রান্ত রোগীকে আনা-নেয়া করেন অ্যাম্বুলেন্স চালক মো. আব্দুল হালিম। তিনি করোনা রোগের মরদেহ মানিকপীর (র:) গোরস্থানে নিয়ে গিয়ে গোসল-দাফন কাজে সহায়তাসহ সকল রকম কাজে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে চলেছেন।
করোনাযোদ্ধা অ্যাম্বুলেন্স চালক মো. আব্দুল হালিম-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে কিডনি ফাউন্ডেশন সিলেট-এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রি প্রদান করা হয়।

অনুষ্ঠানে তাকে মহান মুক্তিযোদ্ধের শহীদ কোরবান আলী স্মৃতি সম্মাননা পদকও প্রদান করা হয়।

মানবতার সেবায় নিবেদিত সাহসী প্রাণ মানুষ অ্যাম্বুলেন্স চালক মো. আব্দুল হালিমকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট, অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এর অধীক্ষক বিগ্রেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, কিডনী ফাউন্ডেশন সিলেট-এর পরিচালক ও ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাজমুস সাকিব, এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. কাজী মুশফিক আহমদ, পরিচালক ও কো-অর্ডিনেটর মিসেস ফরিদা নাসরীন, নির্বাহী সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, কিডনী ফাউন্ডেশন সিলেট-এর প্রজেক্ট ম্যানেজার উবায়েদ বিন বাছিত সুমন ও প্রশাসনিক কর্মকর্তা মো. মহিবুর রহমান রাসেল প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি