করোনামুক্ত হয়ে ঈদের নামাজ পড়লেন মাশরাফি

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ১ আগস্ট ২০২০, ৮:২৪ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

করোনাভাইরাস মুক্ত হয়ে মসজিদে ঈদের নামাজ আদায় করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

গত ২০ জুন মাশরাফি করোনায় আক্রান্ত হয়ে প্রায় ২০ থেকে ২২ দিন পর সুস্থ হয়ে ওঠেন। তবে, সুস্থ হলেও এর আগে মসজিদে গিয়ে নামাজ আদায় করেননি তিনি। এই প্রথম মসজিদে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে সবার সঙ্গে নামাজ আদায় করলেন তিনি।

করোনার কারণে ঈদের নামাজ ঈদগাহে অনুষ্ঠিত না হওয়ায় নড়াইলে কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ উল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সেই জামাতেই অংশ নেন মাশরাফি।

জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম নবী, মাশরাফির মামা নাহিদুল ইসলাম, ভাই সিজার, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ মসজিদে ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি