করোনাটিকা নিলেন সিলেটের পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১, ৫:১৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম রোববার সকালে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। বিভাগীয় পুলিশ হাসপাতালে তিনি করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেন।

ভ্যাকসিন নিয়ে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়েছেন। তারই সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সিদ্ধান্তের প্রশংসা করেন।

এর আগে রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণ টিকাদান কার্যক্রম শুরু করেন।

উদ্বোধনের পরে সকাল ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত কেন্দ্রের ৪, ১০ ও ১১ নম্বর বুথে প্রথম ৩ জনকে টিকা দিয়ে টিকাদান কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ সিলেট নগরের ৭০০ জনকে টিকা প্রদান করা হবে। ইতোমধ্যে তাদের মোবাইলে টিকা গ্রহণের জন্য বার্তা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি