করোনাটিকা নিলেন নীহার রঞ্জন দাস বাচ্চু

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৭ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

কুশিয়ারা ডিগ্রী কলেজের সভাপতি নীহার রঞ্জন দাস বাচ্চু রোববার সকালে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেন।

এর আগে রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণ টিকাদান কার্যক্রম শুরু করেন।

উদ্বোধনের পরে সকাল ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত কেন্দ্রের ৪, ১০ ও ১১ নম্বর বুথে প্রথম ৩ জনকে টিকা দিয়ে টিকাদান কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম দিনে সিলেট জেলা, মহানগর ও সিএমএইচে করোনা প্রতিরোধের টিকা নিয়েছেন ৯৪৮ জন সাহসী মানুষ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি