করোনাটিকা নিলেন ডা. হিমাংশু লাল রায় সহ চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১, ৪:৪৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির সাথে সিলেটেও শুরু হয়েছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম। অনেকেই আগ্রহ নিয়ে টিকা দিচ্ছেন। টিকার জন্য নির্ধারিত অ্যাপসে রেজিস্ট্রেশন করছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) প্রথম দিনই টিকা নিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নামকরা চিকিৎসকরা। টিকা গ্রহণকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, মেডিসিন বিভাগের প্রধান ও সিলেট এমএজি ওসমানী মেডিকেলেজ কলেজের উপাধ্যক্ষ ডা. শিশির চক্রবর্তী এবং কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক, বিএমএ নেতা আজিজুর রহমান রোমান। এছাড়াও সকালে টিকা নেন কাডিওলজি বিভাগের প্রধান ডা. শাহাবুদ্দিন।

টিকা গ্রহণের পর তারা পুরোপুরি সুস্থ আছেন এবং তাদের শরীরে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি