সব
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী বুধবার দুপুরে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। বিভাগীয় পুলিশ হাসপাতালে তিনি করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেন।
এর আগে রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণ টিকাদান কার্যক্রম শুরু করেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, চতুর্থ দিন (বুধবার) এ দুটি কেন্দ্রে মোট ২ হাজার ৯ শ ৩২ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৬ শ ৫১ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১৬৬৩ ও নারী ৯৮৮ জন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি