সব
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাংবাদিক মাইদুল রাসেল। রোববার (১৬ আগস্ট) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা শনাক্তের তথ্য জানা যায়।
এ তথ্য নিশ্চিত করে মাইদুল রাসেল বলেন, দুদিন আগে জ্বর হয়েছিলো। এরপর সন্দেহবশত আজ রোববার আমি নমুনা জমা দেই। রাতে আমার রিপোর্ট পজিটিভ আসে। তবে এখন সুস্থ আছেন এবং বাসায় আইসোলেশনে আছেন বলে জানান রাসেল।
তিনি জানান, বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছেন এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছেন। এছাড়া করোনা নিয়ে তিনি আতংক নন। সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
তিনি বলেন, সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি