করোনামুক্ত হলেন পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন

প্রতিনিধি, বড়লেখা;
  • প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ৬:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

করোনামুক্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন। শনিবার (২২ আগস্ট) নমুনা পরীক্ষার রিপোর্টে তাঁর করোনা নেগেটিভ আসে।

এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ছাড়পত্র পেয়ে ঢাকার বেইলি রোডের সরকারি বাসায় ফেরেন তিনি।

প্রসঙ্গত, গত বুধবার (১২ আগস্ট) দুপুরে পরিবেশমন্ত্রীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। ওইদিনই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সিএমএইচে ভর্তি হন। এর আগে তিনি গত মঙ্গলবার (১১ আগস্ট) করোনায় আক্রান্ত সন্দেহে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নমুনা পরীক্ষায় দেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি