সব
বে-আইনীভাবে বন্ধ রাখা মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই চা বাগান অবিলম্বে খুলে দেবার দাবিতে কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানে চা শ্রমিক, চা-ছাত্র যুব পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করে। কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানে শনিবার (৮ আগস্ট) এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শনিবারর (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ি চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মনোরঞ্জন পালের সভাপতিত্বে মানববন্ধন কমূসূচিতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-ধলাই ভ্যালীর কার্যকরি কমিটির সভাপতি ধনা বাউরী, সাধারণ সম্পাদক নির্মল দাম পাইনকা, চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস প্রমুখ।
বক্তারা বলেন,ধলই চা বাগানের ব্যবস্থাপক নানা কারণে বিতর্কিত। এই দূর্ণীতিবাজ ব্যবস্থাপককে অপসারণে চা শিল্পাঞ্চলে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও বেগবান হচ্ছে। আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণার চিন্তা ভাবনা রয়েছে বলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-ধলাই ভ্যালীর কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাম পাইনকা জানান।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি