কমলগঞ্জে ভারতীয় মদসহ নারী আটক

;
  • প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ১:১৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

কমলগঞ্জ সংবাদদাতা:: মৌলভীবাজারের কমলগঞ্জে ১৯১ বোতল ভারতীয় মদসহ নার্গিস আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আকটকৃত নার্গিস কমলগঞ্জ উপজেলার ধলাইপার গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিন মিয়ার স্ত্রী।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে তার পাশের বাড়ি থেকে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে তাকে মদসহ থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি