সব
কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বাদে সোনাপুর গ্রামে সোনারায় দিঘীতে রাতের আধারে বিষ প্রয়োগ করে মাছ মারার অভিযোগ পাওয়া গেছে। বিষ প্রয়োগের কারণে সব মাছ মরে ভেসে উঠেছে।
জানা যায় মঙ্গলবার (৭ জুলাই) রাতে দুর্বৃত্তরা বিষ ঢেলে দেওয়ার কারণে দিঘীতে সব মাছ মরে যায়। তাতে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। বুধবার সকাল বেলা মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ে এলাকার লোকজন। এ সময় সোনারায় দিঘীর মালিকরা খবর পেয়ে দেখতে পান সব মাছ মরে ভেসে উঠেছে। সেই সাথে এলাকার মানুষ মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছে।
সম্প্রতি সোনারায় দিঘীতে প্রায় এক লাখের মতো বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়েছিল। সোনারায় দিঘীটি ১৪ জন মালিক উদ্যোগ নিয়ে মাছ চাষ করেছিলেন।
ভুক্তভোগী মালিক মোহাম্মদ রফিকুল হক খোকন, জুয়েল আহমেদ, অলিউর রহমান, মুক্তার আলী বলেন, ‘আমরা সোনারায় দিঘী তিন বছর ধরে ১৪ জন মিলে মাছ চাষ করে আসছি। কে বা কারা গত মঙ্গলবার রাতের বেলা দিঘীতে বিষ ঢেলে দিলে সব মাছ মরে যায়। এতে আমাদের প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।’
এই বিষয়ে বুধবার দুপুরে রফিকুল হক খোকন বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগের বিষয়ে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান বলেন, দুর্বৃত্তরা রাতের বেলায় বিষ ঢেলে দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ করা হয়েছে। তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি