কমলগঞ্জে বিষপানে স্কুল ছাত্রীর মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২০, ৪:১২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজারের কমলগঞ্জে বিষপানে মুক্তা বেগম (১৬) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার(৭ সেপ্টেম্বর)সকাল ৯টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মুক্তা চিৎলিয়া গ্রামের কৃষক আব্দুল মান্নানের তৃতীয় মেয়ে।সে চিৎলিয়া জনকল্যান উচ্চ বিদ্যালয় থেকে এ বছরের এসএসসি পরিক্ষায় উত্তীর্ন হয়।

মৃত মুক্তার পিতা আব্দুল মান্নান বলেন, আমার মেয়ে এর আগে একবার বিষপান করেছিল। পরে ডাক্তারের কাছে নেওয়ার পর মেয়ে সুস্থ্য হয়। এখন আবার বিষ খেয়েছে। আমি তখন বাড়িতে ছিলাম না, আমার পরিবারের সদস্যরা বুজতে পারে সে খেয়েছে। আমার ছেলেরা সাথে সাথে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। সেখানে মুক্তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। পরে সোমবার বিকালে চিকিৎসাদিন অবস্থায় সে মারা যায়। তবে মুক্তার বাবা কথার মাজখানে এ প্রতিনিধিকে বলেন, আমার মেয়ে মানসিক রোগী ছিল।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, আমি বিষয়টি শুনেছি। সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় মারা গেছে। তবে এখনও হাসপাতাল থেকে কোন কাগজপত্র পাইনি। কাগজপত্র পাওয়ার পর আইনি ব্যবস্থ্যা নেওয়া হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি