সব
বেআইনীভাবে হটকারি সিদ্ধান্তে গত ২৭ জুলাই সন্ধ্যায় বন্ধ করে দেওয়া মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই চা বাগান অবিলম্বে খুলে দেবার দাবিতে ছাত্র সমাজ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শুক্রবার বেলা আড়াইটায় ধলই চা বাগানের হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শুক্রবার বেলা আড়াইটায় চা বাগান ছাত্র সমাজের উদ্যোগে ছাত্র নেতা প্রদীপ পাশির সঞ্চালনায় ধলই চা বাগান কারখানার হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন,ছাত্রনেতা মোহন রবিদাস, স্থানীয় ছাত্র নেতা ইরাজ আহমেদ, প্রদীপ পাল, সুদীপ্ত ভল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বেআইনী সিদ্ধান্তে গত ২৭ জুলাই সন্ধ্যায় ধলই চা-বাগানের কার্যক্রম বন্ধ করা হয়েছে,এ বিষয়ে আগামী ৪ আগস্ট উপজেলা পরিষদে পুনরায় বৈঠকে বসলে যদি কোন সঠিক সমাধান না হয় তাহলে সকল চা শ্রমিকরা কঠোরতম সিদ্ধান্ত নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হবে চা শ্রমিকরা।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি