কমলগঞ্জে তালা ভেঙ্গে নগদ অর্থসহ ৫ লক্ষাধিক টাকার কাপড় চুরি

কমলগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের শহীদনগর বাজারে একটি কাপড়ের দোকানে সাটারের তালা ভেঙ্গে নগদ অর্থসহ ৫ লক্ষাধিক টাকার কাপড় চুরি করে নিয়েছে চোরচক্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে।

সরজমিনে গিয়ে জানা যায়, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সাবেক সভাপতি ও দৈনিক সিলেট বাণী পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল হান্নান (চিনু)-এর ছেলে মাঈদুল ইসলাম শুক্রবার রাত ১২টায় তার কাপড়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরেন।

শনিবার সকাল ৯টায় দোকান খুলতে গিয়ে দেখেন সাটারের তালা ভাঙ্গা। বিষয়টি তাৎক্ষনিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে অবহিত করে তাদের উপস্থিতিতে দোকান খুলে দোকানের ভেতের বিভিন্ন তাড়িয়া (রেক) থেকে মূল্যবান প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের কাপড় চুরি হয়েছে। সাথে সাথে ক্যাশের ড্রয়ার থেকে নগদ ৪ হাজার টাকাও চুরি হয়েছে।

দ্রুত ঘটনাটি কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানকে অবহিত করলে, তখন তিনি পুলিশ ফাড়িকে অবহিত করেন । তাৎক্ষনিক শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিমের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করেন।

দোকানের মালিক মাঈদুল ইসলাম বলেন, মাত্র দুই মাস আগে তিনি প্রচুর পরিমাণে কাপড় তুলে ব্যবসা শুরু করেছেন। তিনি মনে করেন বাজারের নিয়োগকৃত পাহারাদারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই চোর ধরা পড়বে ও চোরাই কাপড় উদ্ধার করা যাবে। তিনি এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলেও জানান।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী কাপড়ের দোকানের চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাটি সিসি ক্যামেরা আওতাভুক্ত। তাই প্রাথমিকভাবে এখন সিসি টিভি ফুটেজ দেখা হচ্ছে। তাছাড়া প্রয়োজনে রাত্রীকালীণ পাহারাদারকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন,কাপড়ের দোকান চুরির তদন্ত চলছে। তদন্তক্রমে ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি