কমলগঞ্জে ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত

কমলগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৫ মার্চ ২০২১, ৬:৫১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজারের কমলগঞ্জে গ্যাস নেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের সময় সিএনজিচালিত অটোরিকশার এক চালক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত অটোরিকশাচালক আলীনগর ইউনিয়নের আলীনগর বস্তি এলাকার ইদ্রিছ মিয়ার ছেলে জলিল মিয়া (২৭)। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন এক মাইক্রোবাসচালক। বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত জলিল মিয়ার ভাই কাসেম মিয়া জানান, রাত ১১টার দিকে কমলগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফিকে বহনকারী প্রাইভেটকার শমসেরনগর ইউনিয়নের বড়চেগ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে যায়। ওইসময় আগে গ্যাস নেওয়া নিয়ে ওই গাড়ির চালকের সঙ্গে জলিলের বাকবিতণ্ডা হয়। এর জেরে উভয়পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হলে জলিলকে ছুরিকাঘাত করা হয়।

স্থানীয়রা জানান, অটোরিকশাটি গ্যাস নেওয়ার জন্য প্রাইভেটকারের লাইনে ঢুকে পড়ে। এ নিয়ে প্রাইভেটকারচালকের সঙ্গে জলিলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। খবর পেয়ে আশেপাশের গ্রাম থেকে আসা লোকজন ও অটোরিকশাচালকরা জড়ো হলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখনই ধারালো অস্ত্রের আঘাতে আহত হন জলিল ও সেখানে থাকা একটি মাইক্রোবাসের চালক মনির মিয়া। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত জলিল মিয়াকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় জলিলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজ শুক্রবার (৫ মার্চ) সকালে শ্রীমঙ্গল-শমসেরনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আলীনগর বস্তিবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনা হবে।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি