কমলগঞ্জে অসহায় ২০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিনিধি, কমলগঞ্জ ;
  • প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ৮:০৯ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায় অসহায় গরীব ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী হিসেবে চাল, সেমাই, চিনি, তেল, পেঁয়াজ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১২ টায় ভানুগাছ চৌমুহনী জামে মসজিদ সংলগ্ন মাঠে এসব খাদ্যসামগ্রী তুলে দেন ভানুগাছ বাজারের ব্যবসায়ী মো. আনহার আলী।

কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভানুগাছ চৌমুহনী জামে মসজিদের সভাপতি মো. সিদ্দেক আলীর সভাপতিত্বে ও ব্যবসায়ী রাসেল হাসান বখতের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার উপ পরিদর্শক ফজলে এলাহী, সাবেক পৌর কাউন্সিলর আশরাফুল হক বদরুল, ভানুগাছ বাজার বণিক কল্যাণ সমিতির সহ সভাপতি মামুনুর রশিদ মামুন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভানুগাছ চৌমুহনী জামে মসজিদের ইমাম, ব্যবসায়ী মীর জাহিদ আলী, হারুনুর রশিদ, জুয়েল আহমেদ, সেলিম আহমেদ, জনাব আলী, হাবিবুর রহমান হাবিব, ভানুগাছ সিএনজি গ্রুপ কমিটির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি