কবি মাহবুব রুমন’র প্রেমের কবিতা ‘তার জন্য’

মাহবুব রুমন;
  • প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ৩:০৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

তার জন্য

তার জন্য চেরাপুঞ্জির ঠোঁটে জমা অচেনা মেঘোমালা
মাটির টানে মর্তে নামে, ধূলিকণার সাথে করে খেলা

তার জন্য সুপ্ত আগ্নেয়গিরির মত সলজ্জ-স্বপ্ন-সাধ
সহস্র বছরের ঘুম ভেঙে জাগে, গুছিয়ে আধার রাত

মাতাল করা পুবাল হাওয়ায় যতটা ছন্দ-অন্তমিল;
সবটাই পেলো তার চিরল চুলের ছোঁয়ায়।

রাতভর ঝড় পোহানো একলা করুন পাখি
সকাল হলে তার ভরসায় আবার ঘুরে দাঁড়ায়

ক্যাঙ্গারু ছানার মতো তামাম দুনিয়ার তাবৎ স্নিগ্ধতা,
পরম মমতায় আশ্রয় নিয়েছে যেন তার চারু চোখে।

জগতের যত কিংবদন্তি; সবই তাকে ঘিরে
সে হাসবে জেনেই নীড় হারা পাখিরাও ফেরে ঘরে।

দূরে বয়ে চলা ঋতুরা পরম প্রণয় পাশে এসে,
তার শুদ্ধ পদতলে শিশিরের পরশ বুলায় দারুন ভালোবেসে।

তারে স্মরে পুঁচকে জোনাকি সাত মহাদেশ সেচে,
আগলে আনে সোনালী আলো, সুখের নাচণ নেচে।

তার জন্য উত্তর-পুবাকাশের আগন্তুক এক তারা,
রাজধানীগামী ট্রেন ধরে; থালা, বাটি, কম্বল ছাড়া।

তার আগমনে এক যুবকের অমাবস্যা-বিরান বুকে,
বান ডেকে যায় ভীষণ আষাঢ়, ফিনিক জোছনা ফোটে।

 

কবি
মাহবুবুর রহমান (রুমন)
নির্বাহী ম্যাজিসেস্ট ও সহকারী কমিশনার

 

 

প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি