ওসমানী হাসপাতালে অজ্ঞাত লাশ, স্বজন খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৮ আগস্ট ২০২০, ২:০০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক পুরুষের লাশ রয়েছে। কিন্তু লাশের পরিচয় পাওয়া যাচ্ছে না। আনুমানিক ৪০ বছর বয়সী ওই পুরুষের পরিচয় জানতে চায় কোতোয়ালী থানা পুলিশ।
শনিবার (৮ আগস্ট) সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে গাড়ি পার্কিং স্থানের পেছনে অজ্ঞাত ওই পুরুষ মৃত্যুবরণ করেন। পরবর্তীতে উক্ত হাসপাতালের ওয়ার্ড মাস্টার রওশন হাবিব অজ্ঞাতনামা পুরুষের লাশ মর্গে নেয়ার পর কোতোয়ালী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালী থানার এসআই আতিকুর রহমান সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পাশপাশি ঠিকানা জানার চেষ্টা করেন।

এরপর তিনি কোতোয়ালী মডেল থানার সাধারণ ডায়রি (নং-৩০৭) দায়ের করেন গত ৬ আগস্ট। ময়নাতদন্তের জন্য ওই লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
যদি কেউ মৃত ওই পুরুষের পরিচয় জানেন, তাহলে কোতোয়ালী থানার এসআই আতিকুর রহমান (মোবাইল- ০১৭১৮-৩৩৭৪১২) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি