সব
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি মেডিসিন বাইরে বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু এসব অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে কেউ কোন পদক্ষেপ নেয়নি। এবার নতুন পুলিশ কমিশনার আসার পর থেকে নানা দিকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে পুলিশকে। সেই সাথে নড়েচড়ে বসেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি এবং ঔষধ চুরি করে বাইরে বিক্রির দায়ে ২ জনকে আটক করল পুলিশ।
রোববার (২৭ ডিসেম্বর) রাত ১০ টার দিকে তাদের দুইজনকে আটক করা হয় বলে মঙ্গলবার বিকাল ৩ টার দিকে নিশ্চিত করেছেন এএসআই মানিক। তাদের দুইজনকে আটকের পর মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আটককৃত দুইজনের একজন আউট সোর্সিং পদ্ধতিতে বুশরা এন্ড কোম্পানি কর্তৃক নিযুক্ত ওয়ার্ড বয় শিপন ও অপরজন ওসমানী মেডিকেল কলেজের সামনের ফোর ব্রাদার্স নামের একটি ফার্মেসির কর্মচারি পান্না দাস বলে জানান এএসআই মানিক।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি