সব
সিলেটের ওসমানী মেডিকেল কলেজের আবাসিক শিক্ষার্থীদের শামসুদ্দিন ছাত্রাবাসে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে ছাত্রাবাসে সিট দখল নিয়ে ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ ও ছাত্রশিবির নেতাকর্মীদের নিয়ে গঠিত ঐতিহ্য সংস্কৃতি পরিষদ নামের একটি সংগঠনের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে উত্তেজনা ছড়ায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ১ টায় ছাত্রাবাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান।
সরেজমিনে নগরীর স্টেডিয়াম মার্কেটের বিপরিতে গিয়ে দেখা যায় ছাত্রাবাসের বাহিরে অবস্থান করছে প্রায় পঞ্চাশজনের অধিক শিক্ষার্থী। ভেতরে অবস্থান করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তার কিছু সময় পর ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে রিকাবীবাজার মোড়ের দিকে গেলে বাহিরে অবস্থানরতরা ফের ছাত্রাবাসের ভেতরে প্রবেশ করেন।
তবে ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হকের অভিযোগ, ‘ঐতিহ্য সাংস্কৃতিক পরিষদ নামের একটি সংগঠন রয়েছে। যা ছাত্র শিবির নিয়ন্ত্রিত। ছাত্রাবাসের বি ব্লকে তাদের প্রায় ৪০ জন কর্মী থাকেন। তিন দিন আগে ওই ব্লক থেকে একটি রামদা উদ্ধার করা হয়। যা নিয়ে আজ রাত ১০ টার দিকে ওই ব্লকে অবস্থানরতদের জিজ্ঞাস করতে গেলে বহিরাগত ছাত্রশিবির কর্মীদের নিয়ে ছাত্রলীগের উপর হামলা চালানো হয়।’
তিনি বলেন, মোট ৮ টি ব্লকে অন্তত তিন শতাধিক শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে বি ব্লকে ৪০ জন ছাত্রশিবির কর্মী অবস্থান করেন।
তবে হলে থাকার আসন নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটলেও তাদের কোন রাজনৈতিক পরিচয় জানা যায়নি বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
তিনি বলেন, ‘মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আলোচনা করে সমাধান করবেন। আপাতত পরিস্থিতি শান্ত আছে।’
এ ব্যাপারে বক্তব্য নিতে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ময়নুক হককে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উত্তরের ডিসি আজবাহার আলী শেখ, এডিসি গৌতম দেব, কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সামসুদ্দিন সালেহ আহমদ চৌধুরী,কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদসহ পুলিশ সদস্যরা।
অপরদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ছাত্রাবাসে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মুহিবুরর রহমান, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোর জাহান সৌরভ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজসহ
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি