ওসমানী মেডিকেলে হবিগঞ্জ কারাগারের কারারক্ষীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৮ জুলাই ২০২০, ১০:০৫ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ জেলা কারাগারের এক কারারক্ষীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে তার মৃত্যু হয়। মৃত্যুবরণ করা কারারক্ষীর নাম মো. নুরুল ইসলাম। তার কারারক্ষী নং- -২২০৭৬।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় কারাগারের জেল সুপার আব্দুল জলিল।

এর আগে তিনি কয়েকটি রোগ নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট বিভাগীয় কারাগারের মাধ্যমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি