ওসমানী মেডিকেলে সোনালী ব্যাংকের ২০০ সেট পিপিই প্রদান

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৬ জুলাই ২০২০, ১:৩৭ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

করোনাকালে প্রথম সারির যোদ্ধা চিকিৎসক ও চিকিৎসা সহযোগীদের নিরাপত্তা বিবেচনায় সোনালী ব্যাংক লিমিটেড সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে ২০০ সেট পিপিই প্রদান করেছে। সোনালী ব্যাংকের পক্ষ থেকে করোনাকালে চিকিৎসক ও চিকিৎসা সহযোগীদের নিরাপত্তায় পিপিই প্রদানে ধন্যবাদ জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমানের হাতে উপহার হিসেবে পিপিই হস্তান্তর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার্স অফিস সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) বাবুল মো. আলম।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এমরান উল্ল্যাহ ও ব্যাংকের হাসপাতাল শাখার শাখা প্রধান শাহরিয়ার আহমেদ সজীব।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি