সব
দ্বিতীয় দিনে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলের মোট ১২টি বুথে ১ হাজার ৬৯ জনে করোনা টিকা নিয়েছেন। এছাড়াও, সিলেট জেলা পুলিশ হাসপাতালে দ্বিতীয় দিনে ১৫৩ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। এ নিয়ে সিলেট মহানগর এলাকায় দ্বিতীয় দিনে করোনা টিকা নিয়েছেন ১২২২ জন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো এ দুটি কেন্দ্রে করোনার টিকা দেয়া হয়েছে।
সারাদেশের মতো সিলেট বিভাগজুড়ে দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি চলে। টিকা নিতে আসা মানুষের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। করোনা মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য আগ্রহ নিয়ে টিকা গ্রহণ করতে দেখা গেছে সবাইকে। টিকা গ্রহণের ছবিও ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। লিখছেন নিজেদের অনুভূতির কথা। করোনাভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য টিকা গ্রহণের আহবান জানিয়েছেন সবাই।
এই উৎসাহ ও করোনা প্রতিরোধের প্রত্যাশায় সোমবার (৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনে এমএজি ওসমানী মেডিকেলে ৭১৩ জন পুরুষ ও ৩৫৬ জন মহিলা করোনার টিকা নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেলের উপ-পরিচালক হিমাংশু লাল রায়। তিনি আরও জানান, মোবাইলে খুদে বার্তায় যাদের সিডিউল দেয়া আছে তাদের জানানো নির্ধারিত সময়ে টিকা প্রদান করা হবে। নিয়মিত এ কার্যক্রম চলবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি