ওসমানী ও পুলিশ হাসপাতালে টিকা নিলেন ২৮৩২ জন

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১, ৫:৪০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ২৮৩১ জন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দিনভর এই দুই হাসপাতালে করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন এসব মানুষ।

জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছেন ২ হাজার ৬৫১ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ৬৬৩ জন আর নারী ৯৮৮ জন। অন্যদিকে সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে টিকা নেন ২৮১ জন। এরমধ্যে পুরুষ ১৯৫ জন এবং নারী ৮৬ জন।

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি সারাদেশের মতো সিলেট এমএজি ওসমানী হাসপাতালে টিকা দানের মধ্য দিয়ে সিলেটের কোভিড-১৯ টিকা কার্যক্রম শুরু করা হয়। সিলেটে প্রথম টিকা গ্রহণ করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।

সিলেট সিটি কর্পোরেশনের আওতায় করোনার টিকাদানের জন্য স্থাপিত মোট ১৪ টি বুথের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কেদ্রের ১২ বুথ ও সিলেট বিভাগীয় পুলিশলাইন্স হাসপাতালে ২ টি বুথ স্থাপণ করে চলে টিকা কার্যক্রম। এ দুইটি কেন্দ্রে টিকা নেওয়ার জন্য প্রথম দিন অনলাইনে আবেদন করেছিলেন ৭০০ জন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি