সব
ইন্টার্ন চিকিৎসক পরিষদ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের (২০২০-২১) কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) ডা. ইলহামুর রেজা চৌধুরীকে সভাপতি ও ডা. সুমন রায়কে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি ডা. মিল্টন আহমেদ, ডা. রাইয়ান ইশরাক দীপন, ডা. সাদিকুর রহমান তানভীর, ডা. সাদেকুল আমীন সামি, ডা. সঞ্জিত গোয়ালা, ডা. অন্তিম হাসান, ডা. আযহারুল হক তনয়, ডা. সালাহ উদ্দিন সজীব, ডা. সৌরভ রায়, ডা. সরোজ কুমার চক্রবর্তী, ডা. আলতাফুর রহমান, ডা. মুশফিক ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু তালহা বিন ফখরুল, ডা. শুভ্র দেবনাথ, ডা. আশরাফুল ইসলাম আকাশ, ডা. নিলয় মালাকার জয়, ডা. এনামুল হক রোচী, ডা. হোসাইন আহমদ রায়হান, ডা. শাওন গোস্বামী, ডা. আশীষ তালুকদার।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন, ডা. আসিফ ইশতিয়াক অনীক, ডা. রাজু চক্রবর্তী, ডা. সৈকত সরকার, ডা. নাসির ইসলাম, ডা. সাবরিনা আনজুম নোভা, ডা. আইকী ইসলাম। দপ্তর সম্পাদক ডা. কামরুল হসান, প্রচার সম্পাদক ডা. খন্দকার রায়হান আহমেদ, অর্থ সম্পাদক ডা. কুশল দাস, ক্রীড়া সম্পাদক ডা. প্রবীণ সরকার এবং সাংস্কৃতিক সম্পাদক ডা. উম্মেহ ইফফাত দোলা।
এছাড়াও কমিটিতে সেমিনার সম্পাদক ডা. শৈলেন্দ্র বৈষ্ণব, পরিবেশ সম্পদক ডা. ফাইরোজ আহমেদ আনিকা, সমাজসেবা সম্পাদক ডা. জয়দেব কুমার দাস, ছাত্রী বিষয়ক সম্পাদক ডা. ইশরাত জানান তিথী, পাঠাগার সম্পাদক ডা. অরীন আকসী সামি, তথ্য ও গবেষণা সম্পাদক ডা. সিরাজুম মুনিরা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ডা. নমিতা রায় চৌধুরী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ডা. শারমিন জাহান সারা, ড্রাগ বিষয়ক সম্পাদক ডা. শাহেলা মমতাজ প্রেমা, আইন বিষয়ক সম্পাদক ডা. আয়েশা সিদ্দিকী শাপলা এবং ত্রাণ বিষয়ক সম্পাদক হিসেবে ডা. মেহজুবা আহমেদ রয়েছেন।
অন্যদিকে ডা. সাফওয়ানা আলম রাহা, ডা. ইশরাত জাহান তমা, ডা. অনুপমা দাশ নিশি, ডা. সায়মা হক সিফাত এবং ডা. তাসনিয়া খান মৌরী কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি