সব
এমএজি ওসমানী মেডিকেলের মিড লেবেন চিকিৎসক পরিষদের ১৫ জন ডাক্তার করোনা টিকা দিয়েছেন।
রোববার সকাল সাড়ে ১১ টার সময় তারা টিকা দেন।
টিকা নিয়েছেন- এমএজি ওসমানী মেডিকেলের মিড লেবেন চিকিৎসক পরিষদের সভাপতি ডা.প্রশান্ত সরকার, ওসমানী মেডিকেলের আবাসিক সার্জন (সার্জারি) ডা: রাশেদ আশরাফ , অর্থপেডিক্স বিভাগের আরএস বিপুল ঘোষ, ডা: ফযলে রাব্বি, ডা. মমতোষ চন্দ, ডা: শওকত, ডা: আসাদুজ্জামান, ডা: মহসিন, ডা: সত্যবত, সাধারন সম্পাদক ডা: এম নুরুল ইসলাম, সহ-সভাপতি ডা. জহিরুল হাসান খান (রোমন), যুগ্ম সম্পাদক ডা. কায়ছার খোকন, ডা: শাহীন আহমদ, দপ্তর সম্পাদক ও ওসমানী মেডিকেল ছাত্রলীগের সভাপতি ডা: অরুপ রাহুত।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি