ওসমানীর ল্যাবে আরো ৭৫ জনের করোনা শনাক্ত

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ৮:১২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের চার জেলায় আরও ৭৫ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তাদের করোনা শনাক্ত হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

এর মধ্যে সিলেট জেলার ৫৬ জন, হবিগঞ্জের ১২ জন, সুনামগঞ্জের ৫ জন এবং মৌলভীবাজারের ৬ জন রয়েছেন।

নতুন শনাক্ত এই ৭৫ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১২১ জন। অন্যদিকে এ পর্যন্ত ২ হাজার ৯০১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৪ জন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি