ওসমানীনগর শিক্ষা কমিটির সদস্য হলেন তরুন

ওসমানীনগর প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৭ জুলাই ২০২০, ২:৩৩ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

ওসমানীনগরের নবগঠিত উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য হয়েছেন শিক্ষক তরুন চন্দ্র দেব। উপজেলার উমরপুর ইউনিয়নের কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুন চন্দ্র দেব শিক্ষক প্রতিনিধি হিসাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটিতে স্থান পেয়েছেন বলে জানা গেছে।

গত ১৩ জুলাই সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: বায়েজীদ খান স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য গঠিত ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। উপজেলা শিক্ষা কমিটির সদস্য হওয়ার প্রতিক্রিয়ায় প্রধান শিক্ষক তরুন চন্দ্র দেব বলেন, আমাকে কমিটিতে সদস্য পদে মনোনিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিক্ষরমুক্ত দেশ গড়ার অঙ্গিকার বাস্থবায়নের লক্ষ্যে আমি সর্বপরি কাজ করে যাব।পাশাপাশি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নসহ শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে আমার সার্বিক প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি