সব
ওসমানীনগর ব্যাংকার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যকরী কমিটি গঠন উপলক্ষে গত বুধবার দুপুরে গোয়ালাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি এএসএম শামীম চৌধুরীর সভাপতিত্বে সভায় ক্লাবের বিগত অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ ।
এনআরবি ব্যাংকের ম্যানেজার জসিম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় অংশ নেন
ঢাকা ব্যাংকের ম্যানেজার শ্যামল কান্তি দাস,
প্রাইম ব্যাংকের ম্যানেজার বিশ্বজিত চন্দ্র পাল,
পূবালী ব্যাংকের ম্যানেজার খায়চার আহমেদ, ইসলামি ব্যাংকের ম্যানেজার আবু সাধত মওদুদ আহমেদ ও সোনালী ব্যাংকের ম্যানেজার মো: মিজানুর রহমান।
সভায় সর্বসম্মতিক্রমে যুমনা ব্যাংকের ম্যানেজার এএসএম শামীম চৌধুরী কে সভাপতি এবং এনআরবি ব্যাংকের ম্যানেজার জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য কমিটি পূর্ণগঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি শ্যামল কান্তি দাস(ম্যানেজার,ঢাকা ব্যাংক),মো মিজানুর রহমান (ম্যানেজার সোনালী ব্যাংক), মো নুর জামাল (ম্যানেজার, সাউথইস্ট ব্যাংক), বিশ্বজিত চন্দ্র পাল (ম্যানেজার, প্রাইম ব্যাংক), সহ সাধারণ সম্পাদক মো নিয়াজ উদ্দিন (ম্যানেজার- অগ্রনী ব্যাংক), সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন তফাদার (ম্যানেজার- শাহজালাল ইসলামী ব্যাংক), সহ সাংগঠনিক সম্পাদক ম্যানেজার- সাখাওয়াত হোসেন ইবনে আহাদ (ম্যানেজার -মার্কেন্টাইল ব্যাংক), অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ (ম্যানেজার-উত্তরা ব্যাংক), সহ-অর্থ সম্পাদক সদানন্দ দেবনাথ (ম্যানেজার -স্ট্যান্ডার্ড ব্যাংক), কার্যকরী সদস্য সোহেল চন্দ্র দাশ (ম্যানেজার- বাংলাদেশ কৃষি ব্যাংক, তাজপুর শাখা), আশরাফুল আলম (ম্যানেজার-ইউসিবিএল ব্যাংক), কয়ছর আহমেদ (ম্যানেজার,পূবালী ব্যাংক),
মো ইমতিয়াজ আলী (ম্যানেজার -এনবিএল তাজপুর শাখা), আবু সাধত মওদুদ আহমেদ(ম্যানেজার-ইসলামি ব্যাংক, গোয়ালাবাজার শাখা) ও মো নুসরান হোসেন (ম্যানেজার-ট্রাস্ট ব্যাংক)।
এছাড়াও ক্লাবের পক্ষ থেকে ঈদ পূর্নমিলনী ও ফ্যামিলি নাইট আয়োজনের সিদ্বান্ত গৃহীত হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি