ওসমানীনগর কমিটি গঠনে জীবনবৃত্তান্ত গ্রহণ করেছে সিলেট জেলা ছাত্রলীগ

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ১০:৩৭ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেটের ওসমানীনগর উপজেলা ও তাজপুর কলেজ ছাত্রলীগের কমিটি গঠনের উদেশ্যে শতাধিক ছাত্রলীগ নেতার জীবনবৃত্তান্ত গ্রহণ করেছে সিলেট জেলা ছাত্রলীগ।

রবিবার (২৭ নভেম্বর) বিকালে তাজপুর ডাকবাংলায় জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের হাতে জীবনবৃত্তান্ত তুলে দেন উপজেলা ছাত্রলীগের পদপ্রত্যাশী শতাধিক নেতাকর্মী।

এর আগে জেলা ছাত্রলীগের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া ঐতিহ্যবাহী ছাত্রলীগ সব সময় ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বাস্তবায়নে ছাত্রলীগ সব সময় মাঠে কাজ করছে। ওসমানীনগর উপজেলা ছাত্রলীগকে সু-সংগঠিত করতে এই উপজেলার দুই ইউনিটে কমিটি অনুমোদন করা হবে।

যারাই দ্বায়িত্ব পাবেন সব সময় বঙ্গবন্ধুর আদর্শে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাঠে কাজ করতে হবে, আগামী জাতীয় নির্বাচন সহ বিএনপি জামাতের সকল চক্রান্ত মোকাবিলায় ওসমানীনগর উপজেলা ছাত্রলীগকে রাজপথে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেয়া হয়।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর সিলেটের ওসমানীনগরে আসছে ছাত্রলীগের নতুন নেতৃত্ব। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি