সব
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাত বাষির্কী উপলক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে দুটি জামে মসজিদে পৃথক পৃথক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার বাদ আসর উপজেলার তাজপুর কদমতলা ও বাজার জামে মসজিদে পৃথক পৃথক মিলাদ ও দোয়া মাহফিল শেষে তাজপুর বাজার এলাকায় অনুষ্টিত সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ গ্রহন করেন ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক চঞ্চল পাল। এসময় অনান্যদের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ইমন আহমদ পাপ্পু, যুগ্ন সাধারণ সম্পাদক শামিম আহমদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপজেলা শাখার সভাপতি ছাত্রলীগ নেতা সুলেমান খান।
বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মিলাদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সোয়েব আহমদ,সহসভাপতি রকি তফাদার,জুয়েল মিয়া, রুবেল আহমদ, সুমন আহমদ-১,লায়েক আহমদ,কাজী ইমন, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,রায়হান আহমদ, রেজুওয়ান আহমদ, দুলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ মাছুম,পারবেজ আহমদ, বাপ্পি আহমদ, উপ দপ্তর সম্পাদক শাকিল আহমদ, সহধর্মবিষয়ক সম্পাদক মিজান তালুকদার প্রমুখ।
মিলাদ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্যসহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি