সব
ওসমানীনগরে দেড় মাস ধরে এক কিশোরী নিখোঁজের খবর পাওয়া গেছে। সে ঠাকুর গাঁও জেলার ঠাকুরগাঁও উপজেলার ফাইসাকান্দি গ্রামের সামাদ ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১৩)। সে বিগত তিন বছর যাবত উপজেলার তাজপুর এলাকায় একাটি বাসার গৃহকর্মীর কাজ করে আসছিল।
তার উচ্চতা: অনুমান ৪ ফুট ৫ ইঞ্চি,গায়ের রং: শ্যামলা, নিখোঁজের দিন তার পরনে ছিল প্রিন্টের সেলোয়ার কামিজ। মুখমন্ডল: গোলাকার। চোখের বণর্ : কালো। চুল: কালো গলা পর্যন্ত। সে সুদ্ধ ভাষায় কথা বলে।
গত ১৩ জুলাই সকাল ১০টার দিকে বাসার গৃহকর্তাদের অজান্তে সাদিয়া বাসা থেকে বের হয়ে যায়। পরবর্তীতে আর বাসায় না ফেরায় তার আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করিয়া সন্ধান না পাওয়ায় গত ১৩ জুলাই গৃহকর্তা ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং ৫৪৬৩। কোনো হৃদয়বান ব্যক্তি কিশোরীটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা মোঠফোন নম্বরে (০১৭১২১০০১৫৬) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক বলেন, নিখোঁজ কিশোরীর সন্ধানে পুলিশ তৎপর রয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি