সব
সিলেটের ওসমানীনগর উপজেলার উনিশ মাইল কলারাই বাজারস্থ স্কাই টাওয়ারের সম্মুখে থেকে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান-৭ এর সদস্যারা।
রোববার বিকেলে আর্মড পুলিশ ব্যাটালিয়ান-৭ অভিযান পরিচালনা করে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মর্তুজা মিয়া (৩২) কওে গ্রেফতার করে। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের আব্দুল্লা মিয়ার পুত্র বলে জানা গেছে।
সিলেটের লালাবাজারস্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ান-৭ এস আই মাসুদুর বাদি হয়ে ওসমানীনগর থানায় মাদক আইনে মর্তুজার বিরুদ্ধে মামালা দায়ের করেন। মামলা নং ১৭।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার এস আই সুজিত চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে গাঁজাসহ মর্তুজাকে গ্রেফতার করে ওসমানীনগর থানায় হস্থান্তর করে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা । সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি