সব
সিলেটের ওসমানীনগরে প্রাইভেট কারের চাপায় নাঈম আহমদ(১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার বিকেলে ৫টার দিকে উপজেলার সিলেট- ঢাকা মহাসড়কের বেগমপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত নাঈম উপজেলার সাদীপুর ইউপির সম্মানপুর গোজাতলি গ্রামের সুলেমান আহমদের ছেলে।
পুলিশ ও প্রত্যদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে বেগমপুর রাস্তা হইতে সিলেট-ঢাকা মহসড়কে বাইসাইকেল চালিয়ে উঠার সময় সিলেটগামী দ্রুতগতির ঢাকা মেট্রোগ-১৩-৯৭০৭ একটি প্রাইভেট কার নাঈমে সামনাসামনি চাপা দিলে ঘটনা স্থলেই নাঈম মারা যায়। ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়ার ব্রিগেড, ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে নাঈমের লাশ উদ্ধার করে।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক প্রাইভে কার চাপায় কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোর নাঈম বাইসাইকেল নিয়ে মহাসড়কে উঠার পর সিলেটগামী প্রাইভেট কারটি নাঈমে সরাসরি চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি