সব
গ্রামিন জনগোষ্টির মধ্যে ব্যাংকিং সুবিধা পৌছে দেয়ার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশে লিমিটেডের ৬১তম উপশাখার উদ্ধোধন করা হয়েছে। জনপ্রতিনিধি, ব্যাংক কর্মকর্তাবৃন্দসহ ব্যবসায়ী ও সবস্তরের গ্রাহকদের উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেটের ওসমানীনগরের তাজপুর বাজারের ইরশাদ আলী শপিং সিটির ২য় তলায় শাখাটির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মো: মোকাব্বির খান এমপি। ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের প্রধান শিকদার মো: শিহাবুদ্দীনের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, এম সি কলেজের সাবেক অধ্যাপক ড. নেছাওর মিয়া। বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক শহিদ আহমদ,ইসলামী ব্যাংকের তাজপুর উপশাখার ব্যবস্থাপক কবির উদ্দিন পারভেজ, ইরশাদ আলী শপিং সিটির সত্বাধিকারী ও সিলেট চেম্বার অব কমার্স এর সদস্য ব্যবসায়ী মঞ্জুর আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আকবর উদ্দিন,অনুষ্ঠানটি পরিচালনা করেন, ইসলামী ব্যাংক তাজপুর উপ শাখার কর্মকর্তা রুহুল আমিন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মনোযাত পরিচালনা করেন ব্যাংকের তাজপুর উপ শাখার ইনচার্জ মো: কবির উদ্দিন পারভেজ। অনুষ্ঠানে বক্তারা বলেন,দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগী হিসেবে কাজ করে বিশ্বসেরা ১০০০ ব্যাংকের তালিকায় অবস্থান ধরে রাখছে ইসলামি ব্যাংক। ব্যাংক সেবাকে আরো সহজলভ্য ও আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতের লক্ষ্যে ও গ্রামীন জনগোষ্ঠির আর্থিক উন্নয়নে প্রবাসী অধ্যুষিত ওসমানীনগরের তাজপুর বাজারে ব্যাংকটির ৬১ তম উপ শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আমরা আশাবাদি নব্য স্থাপিত ওই শাখার তত্বাবধানে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবার মান ও আধুনিক সুযোগ সুবিধা আরো বৃদ্ধি পাবে।এলাকার প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে আধুনিকায়ন ও সহজলভ্য সুযোগ সুবিধার মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারবেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি