সব
ওসমানীগরের কৃতি সন্তান প্রয়াত জমির আহমদ একজন সমাজ সেবক ও শিক্ষানুরাগী হিসেবে অনন্য ভূমকিা রেখেছেন। ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার সীমান্তবর্তী স্থানে তিনি প্রতিষ্টা করে গেছেন জমির আহমদ উচ্চ বিদ্যালয়। শনিবার কাইয়াকাইড় নতুন বাজারস্থ জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জমির আহমদ স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মরহুমের পুত্র ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদের সভাপতিত্বে অনুষ্টিত শোক সভায় বক্তারা বলেন, ‘আলোর ফেরিওয়ালা’ খ্যাত জমির আহমদ ছিলেন শিক্ষানুরাগী ও সমাজদরদী। সারাজীবন তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
তিনি বিশ্বাস করতেন সমাজ থেকে কুসংস্কার, অবিচার দূর করতে শিক্ষার্জনের বিকল্প নেই। একমাত্র শিক্ষিত যুব শক্তিই পারে-শোষণহীন উন্নত সমাজ প্রতিষ্ঠা করতে। সেই চিন্তা ও চেতনা বাস্তবায়নের লক্ষ্যে তিনি এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এলাকার হাজার হাজার শিক্ষার্থী এ বিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করে পরবর্তীতে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশ-বিদেশে ভূমিকা রাখছে। জমির আহমদের মৃত্যুতে এলাকাবাসী একজন খাঁটি সমাজসেবককে হারিয়েছে। সে অপূরণীয় ক্ষতি সহজে পূরণ হবার নয়। তবে তিনি এলাকার যুব সমাজে যে জ্ঞান প্রদীপ জ্বালিয়েছেন তা যুগে যুগে দিকে দিকে প্রজ্জ্বোলিত হতে থাকবে। জমির আহমদ আজীবন বেঁচে থাকবেন এলাকার মানুষের মনে তাঁর রেখে যাওয়া কর্মের মাধ্যমে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ, আবদুল হাই মোশাহীদ, আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রহ. এর দৌহিত্র মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শহীদুর রহমান শহীদ, জমির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির হোসেন, আওয়ামীলীগ নেতা জুবায়ের আহমদ শাহীন, শামসুল ইসলাম মিলন, জুয়েল আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শফি আহমদ আকরামিন, মোসাদ্দেক আহমদ, এসএসসি পরীক্ষার্থী রাহিম আহমদ, ৯ম শ্রেণির শিক্ষার্থী সাজেদা বেগম। শুরুতে ক্বোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ইমামুল হক মিলন ও আয়শা আহমদ, হাফিজিয়া মাদরাসার ছাত্র হাফেজ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য লুৎফুর রহমান, আহমদ আলী মেম্বার, ফারুক আহমদ মেম্বার, মামুন আহমদ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। শোক সভা ও মিলাদ মাহফিল শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত হয়। পরে অনুষ্ঠানস্থলে শিরণী বিতরণ ও মরহুমের বাড়িতে মেজবানীর আয়োজন করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি