ওসমানীতে অজ্ঞাত লাশ উদ্ধার, স্বজন খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ৭:২৫ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত এক পুরুষের লাশ পাওয়া গেছে। হাসপাতালের আউটডোরের পেছনে তার লাশ পাওয়া যায়। তিনি কে, কিভাবে মারা গেলেন এসব তথ্য এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

শনিবার (১০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদে সিলেট মহানগর পুলিশ জানায়, গত ৭ ডিসেম্বর সকাল ৯টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের পেছনে অজ্ঞাত পুরুষকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে হাসপাতালের কর্মচারীরা তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ওই পুরুষের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের বিশেষ টিম তার আঙুলের চাপ সংগ্রহ করেছে। মরদেহটি বর্তমানে ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা আছে।

তার পরিচয় কারো জানা থাকলে সিলেট কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার (০১৩২০-০৬৭৫৭৩) বা এসআই আব্দুল আলীমের (০১৭১২-৬১৭৮১৮) সাথে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি