ওসমানীতে অজ্ঞাত নারীর লাশ, স্বজন খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২৬ মে ২০২১, ১০:০২ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা এক অজ্ঞাত নারীর লাশের পরিচয় খুঁজছে পুলিশ।আনুমানিক ৫০ বছর বয়স্ক এই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার মারা যান।

পুলিশ জানায়, গত সোমবার নগরীর মাছিমপুরের রেদওয়ান আহমেদ রুহান (২৭) নামের এক ব্যক্তি নাম ঠিকানাবিহীন এক বৃদ্ধ মহিলাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ মহিলা গতকাল মঙ্গলবার Septic shole due to segsis DM রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। মারা যাওয়া ওই নারীর বয়স অনুমানিক ৫০ বছর। গায়ের রং ফর্সা , মাথায় সাদা ছোট চুল আছে । তার উচ্চতা অনুমান ৫ ফিট হবে এবং মুখ মখমন্ডল গোলাটে। তার পরনে রয়েছে গোলাপি রংয়ের মেক্সি। লাশটি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

কেউ যদি মারা যাওয়া ওই নারীর পরিচয় শনাক্ত করতে তাহলে সিলেট কোতোয়ালী মডেল থানার এসআই তজম্মুল আলীর মোবাইল ফোন ০১৭৩৮-৭৪৭২৬২ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি