এসডিজি সূচকে শিশুদের নিরাপত্তার মান পিছিয়ে যাওয়া খুবই কষ্টের

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০, ৬:০৬ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দু-একটি সূচকে শিশুদের নিরাপত্তার মান পিছিয়ে যাওয়া পীড়াদায়ক এবং খুবই কষ্টের বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এসডিজি’স প্রোগ্রেসিভ রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এমন অনুভূতির কথা জানান পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা এসডিজিতে ভালো করছি। কিন্তু এতে কয়েকটি পীড়াদায়ক বিষয় রয়েছে। যেমন বাল্যবিবাহ। বাল্যবিবাহ আছে, এটার বিরুদ্ধে আমাদের কন্টিনিউয়াসলি ফাইট করতে হচ্ছে। খুবই কষ্ট পেয়েছি, শিশুদের দু-একটা মান খারাপ হয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। শিশুদের নিরাপত্তা যদি দিতে না পারি…। শিশুদের নিরাপত্তা দেয়ার জন্য আমাদের কাজ করতে হবে।’

এসডিজিতে পরিসংখ্যানের ঘাটতি রয়েছে জানিয়ে এম এ মান্নান বলেন, ‘পরিসংখ্যানের বিষয়টা কেন আমাদের ঘাটতি শুনতে হবে, এটা আমি চাই না।’

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি