এসএমপি’র ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ১১:১৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট মেট্রোপলিটন পুলিশের আন্তঃ বিভাগীয় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (২১অক্টোবর) বিকেল ৪টায় এসএমপি’র পুলিশ লাইন্স মাঠে সিলেট মেট্রোপলিটন পুলিশের আন্তঃ বিভাগীয় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় পুরুষ হতে অংশগ্রহণ করে এসএমপির সদর বিভাগ ও দক্ষিণ বিভাগ এবং মহিলা হতে অংশ গ্রহন করে সদর বিভাগ ও উত্তর বিভাগ।

প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ জাবেদুর রহমান, সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, আরআই এসএমপি সহ অনান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

আন্তবিভাগ ভলিবল টুর্নামেন্টে ফাইনাল পুরুষ হতে সদর বিভাগ বনাম দক্ষিণ বিভাগ খেলায় সদর বিভাগ দক্ষিণ বিভাগকে পরাজিত করে এবং মহিলা হতে সদর বিভাগ বনাম উত্তর বিভাগ খেলায় সদর বিভাগ উত্তর বিভাগকে পরাজিত করে।

পুলিশ কমিশনার বিজয়ী ও বিজিতদের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন এবং খেলাধুলার মাধ্যমে নিয়মিত শারীরিক সুস্থতা বজায় রাখাসহ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে কর্মক্ষেত্রে সেবার মান বৃদ্ধি করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি