এসএমপির চার ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ৯:৫৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) চার শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) রদবদল করা হয়েছে।

তবে তারা এসএমপি’তেই রয়েছেন। বদলিকৃতরা হলেন, এসএমপি’র পিওএম, প্রটেকশন অ্যান্ড প্রটোকল শাখার উপ-পুলিশ কমিশনার মো. কামরুল আমীন, সদর ও প্রশাসন (হেডকোয়ার্টার) শাখার উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পুলিশ কমিশনার সঞ্জয় সরকার এবং প্রসিকিউশন শাখার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাবেদুর রহমান। বৃহস্পতিবার এসএমপির পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ সাক্ষরিত প্রজ্ঞাপনে এই রদবদল হয়। এরআগে পুলিশ কমিশনার এসএমপি’র শাখা কার্যালয়গুলোতে বার্ষিক সফর করেন।

পুলিশসূত্রে জানা গেছে, জনস্বার্থে এসএমপি’র এই চার কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, পিওএম, প্রটেকশন এন্ড প্রটোকল শাখার উপ-পুলিশ কমিশনার মো. কামরুল আমীনকে সদর ও প্রশাসন (হেডকোয়ার্টার) শাখায় এবং ওই শাখার (হেডকোয়ার্টার) উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদকে গোয়েন্দা শাখায় (ডিবি) বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পুলিশ কমিশনার সঞ্জয় সরকারকে প্রসিকিউশন শাখায় এবং প্রসিকিউশন শাখার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাবেদুর রহমানকে পিওএম, প্রটেকশন এন্ড প্রটোকল শাখায় বদলি করা হয়।

এর আগে, ১২ আগস্ট এসএমপি’র গোয়েন্দা শাখার (ডিবি), শনিবার প্রসিকিউশন শাখা এবং সোমবার এসএমপি’র পিওএম, প্রটেকশন এন্ড প্রটোকল শাখার কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি