এসএমএস না পেলেও দেওয়া যাবে টিকার দ্বিতীয় ডোজ

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ৯:৩১ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটে মেসেজ না পেলেও দেওয়া যাবে টিকার দ্বিতীয় ডোজ- এমনটাই জানিয়েছে সিটি করপোরেশন। তবে এর জন্য ৭ দিন সময় বেঁধে দিয়েছে সিসিক কর্তৃপক্ষ।

সোমবার (২৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, সিসিকের আওতায় যে সকল টিকাগ্রহীতা মডার্না, কোভিশিল্ড (অক্সফোর্ড, অ্যাস্ট্রেজেনেকা) ও সিনোফার্মা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেননি, তারা আগামী ৭ কার্যদিবসের মধ্যে নগরভবনের নীচতলায় যোগাযোগ করে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন।

বর্তমানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, মডার্ন ও সিনো ফার্মা টিকার ২য় ডোজ পর্যাপ্ত পরিমানে স্বাস্থ্য বিভাগের নিকট চাহিদানুযায়ী পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই যারা রেজিস্ট্রেশন করে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন কিন্তু দ্বিতীয় ডোজের জন্য মোবাইল ফোনে এসএমএস পাননি তারাও একই সময়ে টিকা নিতে পারবেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি