সব
সিলেটের মুরারিচাঁদ (এম.সি) কলেজ মাঠ রক্ষায় আন্দোলনে নেমেছেন এমসি কলেজের শিক্ষার্থীরা।
ভূমিখেকো চক্রের হাতে বেদখল হওয়ার অভিযোগ ওঠায় শনিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় এমসি কলেজ ছাত্রাবাসের সামনে মানববন্ধন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সিলেটে সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেন এবং এমসি কলেজের মাঠকে দখলমুক্ত করতে সর্বাত্মক চেষ্টার প্রতিশ্রুতি দেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বলেন, এমসি কলেজের মাঠের প্রতি একটি ভূমিখেকো চক্রের লোলুপ দৃষ্টি পড়েছে। তাই মাঠ রক্ষার্থে আমরা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ বিভিন্ন দফতরে এম.সি কলেজের মাঠ রক্ষার জন্য স্মারকলিপি দিয়েছি।
শিক্ষার্থীরা আরো বলেন, মানুষের যাতায়াতের সুবিধার জন্য এমনিতেই রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু রাতের আঁধারে মাঠের বাউন্ডারির ভেতরে এসে ড্রেন করার নামে বিরাট খাল খনন করে ফেলা হচ্ছে। প্রায় ১০ ফুট প্রস্ত এবং ৫৯৪ ফুট দৈর্ঘ্য খাল খনন করা হচ্ছে। এটা হতে দেওয়া যায় না।
এর কোনো সমাধান না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনকারীরা।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি