এমসি কলেজে বাংলা উচ্চারণ বিষয়ে কর্মশালা

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৪, ৭:৫৭ অপরাহ্ণ | আপডেট: ১ মাস আগে

মুরারিচাঁদ কলেজের বাংলা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে ‘বাংলা উচ্চারণ ও উপস্থাপন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলা বিভাগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ১৭ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সকাল ১০ টায় কর্মশালার উদ্বোধন করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু।

এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ তোফায়েল আহম্মদ, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শাহেদা আক্তার, অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ মোঃ নজরুল ইসলাম (সহযোগী অধ্যাপক, বাংলা), অঞ্জনা রানী দে (সহকারী অধ্যাপক) এবং জিনি বেগম (সহকারী অধ্যাপক)।

কর্মশালার কো-অর্ডিনেটর ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন। তাঁর নির্দেশনা ও তত্ত্বাবধানে মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী ও বাচিক শিল্পী তিলোত্তমা নাথ তন্বি কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালার অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়। মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী সঞ্জয় কুমার ও আব্দুস সামাদ আজাদ কর্মশালাটি সঞ্চালনা করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি