সব
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে পাবলিক স্পিকিং কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটির আয়োজনে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কলেজের এম সাইফুর রহমান ভবনের ২০২ নং কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগ ও শ্রেণি থেকে ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক সানজিদা জাহিন প্রিমার সঞ্চালনায় ও সংগঠনটির মডারেটর বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মহসিন আলী, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ইমতিয়াজ তানভীর, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ প্রমুখ।
কর্মশালায় বাংলা উচ্চারণ বিষয়ে সেশন পরিচালনা করেন শিশু একাডেমীর আবৃত্তি শিল্পী প্রশিক্ষক নাজমা পারভীন, বাংলা বক্তৃতার কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জিনি বেগম এবং ইংরেজি মাধ্যমে পাবলিক স্পিকিং বিষয় সেশন পরিচালনা করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক প্রণব কান্তি দেব।
প্রশিক্ষণ শেষে বাংলা ও ইংরেজি মাধ্যমে পাবলিক স্পিকিং মূল্যায়ন গ্রহণ করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি