এমসি কলেজে ধর্ষণ : সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের নিন্দা

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৩২ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি বলেন, এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনা ন্যক্কারজনক। যে ঘটনা হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর আধ্যাত্মিক নগরীকে কলঙ্কিত করেছে।

তিনি এসব ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। ধর্ষণ ঘটনার পরপরই প্রধান আসামী সাইফুর ও ৪নং আসামী অর্জুন লস্করকে গ্রেপ্তার করায় প্রশাসনকে ধন্যবাদ জানান। ঘটনার সাথে জড়িত সব আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান সাবেক শিক্ষামন্ত্রী।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি