সব
সিলেটের ঐতিহ্যধারী প্রাচীনতম বিদ্যাপীঠ এমসি কলেজের ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণে সংশ্লিষ্ট সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের দাবীতে উপজেলার কালিগঞ্জ বাজারে জকিগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ ১৮-১৯ব্যাচ, এমসি কলেজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বিকেলে নানা সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন- অভিযুক্ত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে৷ পাশাপাশি ক্যাম্পাস এবং ছাত্রাবাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে কলেজ প্রশাসনকে আরো আন্তরিক হওয়ারও আহ্বান জানান তারা।
পরিষদের সভাপতি ফরহাদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ৯নং মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী লিলন, ইছামতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহীন আহমদ, আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক রুহুল আমিন খাঁন, জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদও উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেল মোঃ রেজা, উপজেলা তালামীযের সাবেক সভাপতি মোঃ আবু সুফিয়ান, উপজেলা যুবলীগের সদস্য শাহান আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর হুসাইন চৌধুরীসহ পরিষদের সদস্যবৃন্দ।
মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের আপ্যায়ন সম্পাদক আহমেদ হাছান।
এসময় উপজেলা ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রসমাজ এবং তালামীযসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি