সব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মা শিরিন রেজা এবার করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা। এর আগে গেল রোববার সাকিবের বাবা সৈয়দ মাশরুর রেজা করোনায় আক্রান্ত হন।
তবে শারীরিকভাবে দু’জনই সুস্থ আছেন বলে জানা গেছে। আক্রান্ত হলেও সাকিবের মায়ের শরীরে কোন উপসর্গ দেখা দেয়নি। মূলত সাকিবের বাবার করোনা শনাক্ত হওয়ায় টেস্ট করান তার মাও। বৃহস্পতিবার তারও করোনা পজেটিভ আসে।
সাকিবের মা এবং বাবা দুজনই চিকিৎসকের পরামর্শ মেনে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।
পরিবারসহ সাকিব আল হাসান এই মূহুর্তে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি কন্যাসন্তানের পিতা হয়েছেন এই তারকা অলরাউন্ডার।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি